Welcome To Kazi Office
Kazi Office In Dhaka

কাজী অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান।
আমরা অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বিবাহ্ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করে আসছি । বিবাহ্-তালাক ছাড়াও স্বামী-স্ত্রী সহ বিদেশে বসবাসের জন্য অথবা দেশে অবস্থানরত স্বামী-স্ত্রীকে বিদেশে নেওয়ার জন্য পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অসংখ্য ম্যারেজ সার্টিফিকেট সফলতার সাথে প্রদান করে অগনিত প্রবাসী ভাইদের প্রসংশা পাচ্ছি। তাই আপনাদের এ সংক্রান্ত প্রয়োজনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আমাদের সার্ভিস সমূহঃ-
- ১) বিবাহ্ রেজিষ্ট্রেশন।
- ২) তালাক প্রসেস ও রেজিষ্ট্রেশন।
- ৩) যারা পূর্বে শুধু শরীয়া মোতাবেক বিয়ে করেছেন কিন্তু রেজিস্ট্রেশন করেননি তাদের বিয়ে রেজিস্ট্রেশন ।
- ৪) তালাকের ক্ষেত্রে যারা নাইনটি ডেস প্রক্রিয়া সম্পাদন করেছেন তাদের জন্য তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন এবং সার্টিফাইয়েড কপি প্রদান
- ৫) যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্টস হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স সার্টিফিকেট রি-ইস্যু করেন ।
আমাদের সেবা
- বিবাহ এবং বিবাহবিচ্ছেদ নিবন্ধন
- জটিল বিবাহ এবং বিবাহবিচ্ছেদের সমাধান এবং সৌজন্য পরামর্শ।
- বাংলাদেশে বসবাসকারী বর ও কনের বিবাহ বিদেশে অবস্থানরত বর ও কনের সাথে স্কাইপ এবং ওয়েব ক্যামেরা সংযোগের মাধ্যমে মনোযোগী এবং নিবন্ধিত হয়।
- বিদেশ ভ্রমণের জন্য বিবাহের শংসাপত্র জারি করা হয়।
- যারা শরিয়া মোতাবেক সদ্য বিয়ে করেছেন কিন্তু অফিসিয়াল কাজী অফিসে তাদের বিয়ে নিবন্ধন করেননি তাদের জন্য নতুন বিবাহ নিবন্ধন ও সার্টিফিকেট প্রদান।
- উত্তরাধিকার এবং সম্পর্কের জন্য বিবাহের শংসাপত্র প্রদান।
- বিদেশে অভিবাসন বা নাগরিকত্বের জন্য বিবাহের শংসাপত্র প্রদান।
- যারা বিবাহ এবং বিবাহবিচ্ছেদের নথি হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য বিবাহ এবং তালাকের নথি পুনঃপ্রদান করা।
- বিবাহের শংসাপত্রটি বাংলা, ইংরেজিতে অনুবাদ করা হয় এবং বিশেষ প্রয়োজনে আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্ট্যাম্প করা এবং সত্যায়িত করা হয়।
- বিশেষ প্রয়োজনের জন্য হোম পরিষেবা প্রদান করা হয়।
সনদপত্র
- বিবাহের সনদপত্র
- ডিভোর্স সার্টিফিকেট
- কোর্ট সার্টিফিকেট

বিবাহ রেজিস্ট্রেশন বিধিমালা
- বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী মুসলমান বরের বয়স ২১(একুশ) বৎসরের উর্ধ্বে এবং কনের বয়স ১৮(আঠার বৎসরের উর্ধ্বে।
- ব্যাক্তি ও বয়স প্রমানের জন্য -জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম সনদপত্র/জে এস সি, এস এস সি সমমান শিক্ষা সনদের ফটোকপি।
- যদি কেহ দ্বিতীয় বিবাহ করেন তাহলে পূর্বের বিবাহের (স্বামী/স্ত্রী) তালাক হয়েছে বা (স্বামী/স্ত্রী) মৃত্যু হয়েছে মর্মে সনদ দিতে হবে।
- বর ও কনের পাসপোর্ট সাইজের ২ কপি করে রঙ্গীন ছবি।
- ১৮ বৎসরের উর্ধে নুন্যতম ৩ জন মুসলমান পুরুষ সাক্ষী।
- বিবাহ একটি পবিত্র বন্ধন, মুসলিম উম্মাহর জন্য। বিবাহ রেজিস্ট্রেশন প্রচলিত আইন এর সম্মান ও স্বামী/স্ত্রীর বৈবাহিক দলিল দ্বারা প্রমান। সে জন্য যে এলাকায় বিবাহের স্থান যেমন বাসা বাড়ী, হোটেল-রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার যে খানেই বিবাহ সম্পন্ন হবে সে এলাকার বা ওয়ার্ডের স্থানীয় মুসলিম রেজিস্টার ও তালাক রেজিস্ট্রি কাজীর রেজিস্টার বহিতে বিবাহ রেজিস্ট্রি করা বাধ্যতা মুলক। তবে অন্য ওয়ার্ড বা এলাকার কাজীর রেজিস্টার বহিতে (ভলিয়মে) নয়। উদাহরন স্বরূপ যে এলাকার জমি সে এলাকার সাব রেজিষ্ট্রার দ্বারা রেজিঃ করা বাধ্যতা মূলক। তদ্রুপ মুসলিম ম্যারিজ রেজিষ্ট্রারের বেলায়ও একই নিয়ম।
- আপনার পরিচিত ও বিশ্বস্থ্য কাজী বা কাজীর প্রতিনিধি থাকতে পারে তাই বলে তাকে সঙ্গে নিয়ে অন্য কাজীর এলাকায় বিবাহ রেজিস্ট্রি করানো আইনগত বৈধ নহে। প্রকাশিত গেজেট/২০১১ দ্রষ্টব্য। বিবাহ বা কবুল পড়ানোর ক্ষেত্রে আপনার শ্রদ্ধাভাজনের আমন্ত্রণে কোন বাধা নেই।
Our Gallery





